Delhi High Court Amway, Modicare, Oriflame এবং অন্যান্য Direct Selling কোম্পানিগুলির বিউটি, Health Care প্রোডাক্ট তাদের অনুমতি ছাড়া বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল। এই নিষেধাজ্ঞাগুলি লাগু হয় Amazon, Flipkart এবং Snapdeal এই তিনটি ই-বিপণন সংস্থার উপর। অভিযোগ, তাদের তৈরি প্রোডাক্টগুলি ই-কমার্স সাইটগুলিতে তাদের নির্ধারিত দামের থেকে অনেক কম দামে বিক্রি করা হচ্ছে। এর ফলে তারা বেশ ভারী অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এই দাবিকেই গুরুত্ব দিয়ে এই নিষেধাজ্ঞা জারি করেন দিল্লি হাইকোর্টের প্রধান অন্তর্বর্তী বিচারপতি শ্রীমতি প্রতিভা সিং।
প্রস্তুতকারী সংস্থাগুলোর অভিযোগের ভিত্তিতে হেলথকার্ট সহ সমস্ত ই-বিপনণ সংস্থার ওয়্যারহাউজে হানা দিয়ে দেখা গেছে সেখানে আসল জিনিসগুলির পরিস্থিতি সত্যিই বদলে দেওয়া হয়। পাশাপাশি সর্বাধিক বিক্রয় মূল্য আরো বেশি করে দেওয়া ছাড়াও হেলথ সাপ্লিমেন্ট এবং বিউটি প্রোডাক্ট এর নাম এবং প্রোডাক্ট কোড নিয়েও গরমিল করা হয়। এছাড়াও ডেট expire হয়ে যাওয়া হেলথ প্রোডাক্টগুলিতে নিউ ম্যানুফ্যাকচারি ডেট বসিয়ে সেগুলিকে আবার বিক্রি করা হয়। আদালতের নির্দেশের পর গ্রাহককে আর সমস্যার মুখে পড়তে হবে না এমনটাই আশা করা হচ্ছে। এই কেসে ই-বিপণন সংস্থাগুলিকে অভিযোগকারী কোম্পানিগুলিকে ক্ষতিপূরণ দিতে হবে বলে জানায় আদালত। আদালত কঠোর ভাবে নির্দেশ দেয়, যদি কোনো ই-কমার্স কোম্পানি অ্যামওয়ে, মোডিকেয়ার, এবং ওরিফ্লেমের মতো ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট বিক্রি করতে চায় তাহলে বিক্রির আগে অবশ্যই সেই প্রোডাক্টের গুনগত মান এবং শুদ্ধতা যাচাই করতে হবে। প্রোডাক্টের মান পর্যবেক্ষণ না করে জিনিস বিক্রি করা যাবে না।
For More News Visit
▶Join us on these social media platforms
Facebook:
Twitter:
Any questions & suggestions comment down below with #Ask24india

0 Comments